মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করবে। কিন্তু পুঠিয়ায় লস্করপুর ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা কমিটি নীতিমালা অমান্য করে উপাধ্যক্ষ থাকার পরও জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে রেখেছেন। দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদটি অবৈধভাবে দখর করে রাখার জন্য,শিক্ষক,কর্মচারীদের ভেতর অসন্তÍষ্টি দেখা দিয়েছে।
পরিপত্র সূত্রে জানা গেছে, গত ১৩ মে ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফারহানা আক্তার স্বাক্ষরিত পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবলকাঠামো নীতিমালা-২০১৮ জারি করা হয়েছে। জনবলকাঠামো-২০১৮এর ১১.৬ ধারা অনুযায়ী শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থায় পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না। এখানে উল্লেখ আছে, অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করতে পারবে। উপাধ্যক্ষ না থাকলে জনবলকাঠামো ২০১৮ এর ১৩ ধারা অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা কমিটি, নীতিমালা অমান্য করে, উপাধ্যক্ষ থাকার পরও জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলামকে ২০১৭ সালে গত ১লা জুলাই হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে রেখেছেন। আরো বলা হয়েছে, সরকারের নির্দেশনা প্রতিপালন না করলে, সেই প্রতিষ্ঠানের বেতন-ভাতা সরকারি অংশ স্থগিত করা এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক কর্মচরীদের অভিযোগ, কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম আ.লীগের রাজনীতি সঙ্গে সরাসরি জড়িত হয়ে আছেন। আগে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন,পুঠিয়া-দূর্গাপুর আসনের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। বর্তমানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আছেন, এমপি ডা. মনসুর রহমান। কোনো কলেজের অধ্যক্ষ সরাসরি যখন রাজনীতির সঙ্গে জড়িয়ে পরে, তখন সেই কলেজের শিক্ষার কী হাল হয়, তা সবারই তা জানা আছে। শিক্ষকরা কলেজের ইচ্ছামতো আসছে এবং যাচ্ছেন।
এ ব্যাপারে পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং পুঠিয়া-দূর্গাপুর আসনের এমপি ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারি শফিকুল ইসলামের গত ২১ মার্চ দুপুর ১২টায় এমপির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে বললে,তিনি বলেন যোগাযোগ করে দিচ্ছি। পরে দুপুর ১টায় তিনি ফোন ধরেনি। গত ২২ মার্চ দুপুর ১২.৪০ মিনিটে যোগাযোগ করা হলে, কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি বলে, আর ফোন ধরেনি। বাধ্য হয়ে গত ২৪ মার্চ ১০.২৯ মিনিটে এমপির নিজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেনি। পরে ক্ষুদে বার্তা পাঠায়ে তার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হয়েছে। তারপর ফোনে কোনোরুপ সাড়া দেয়নি।