রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সরকারি ঘোষণা উপেক্ষা করে পশুহাট বসে। হাটে কেনাবেচা হয়েছে সবজিসহ সকল নিত্য প্রয়োজনীয় মালামাল।
জানা যায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার উপজেলার আড়ানীতে হাট বসে। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা জুড়েই গণজমায়েত হয়, এমন ধরনের হাট বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন। তারপরও সরকারী ঘোষণা উপেক্ষা করে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে আড়ানী হাটে পশু কেনাবেচা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার সকল হাট বন্ধ করার ঘোষণা দেয়া হয়। সরকারের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গণজমায়েত হয় এরকম হাট বন্ধ থাকবে। তারপরও আড়ানী হাটে পশু বেচাকেনা হয়।
করোনা ভাইরাস ছড়ানোর কারণ, প্রতিকার ও তার প্রতিরোধের উপায় জানিয়ে উপজেলা জুড়ে চলছে রিফলেট বিতরণ, মাইকিং, প্রচার প্রচারণা।
আড়ানী হাটের ইজারাদার ওবায়দুল হক বলেন, সরকারীভাবে নিষেধ থাকার করণে হাট বসানো হয়নি। ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে কিছু ব্যবসায়ীরা দূর থেকে হাটে এসেছিল। দু-একটি পশু কেনাবেচা হয়েছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, এ সময় হাট বসানো ঠিক হয়নি। যদিও হাট বসানো হয়, সে বিষয়ে হাট মালিককে অবগত করে আবারও সতর্ক করে দেয়া হবে।