রাজশাহীর বাগমারায় অবৈধভাবে পুকুর খননের মাটি ইটভাটায় নেয়ার সময় ট্রলি উল্টে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মোহন(২১)। সে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার খোকসা গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পুলিশ নিহত ওই শ্রমিকের লাশটি উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, অবৈধ পুকুর খননকারী ও অবৈধ ভাঁটা মালিক মোটা অংকের টাকায় নিহত শ্রমিক পরিবার পুলিশকে দিয়ে বিশাল এই অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের প্রভাবশালী আতিকুল ইসলাম কনোপাড়া দিঘীরপাড় এলাকায় প্রায় বিশ একর এলাকাজুড়ে সাধারন কৃষকের জমি জবর দখল করে সম্প্রতি একটি অবৈধ পুকুর খনন শুরু করে। পুকুরটি গত এক সপ্তাহ ধরে রাতের আঁধারে খনন কাজ চালায় প্রভাবশালী আতিকুল। সে তার অন্যায় কাজকে এলাকায় বৈধ করতে এলাকায় বলে বেড়ায় যে, ইউএনও’র কাছে এ ব্যাপারে পারমিশন(্ অনুমতি) নেওয়া হয়েছে। পুকুরটি রাতের আধারেই খনন করত আতিকুল। এভাবে রাতের আঁধারে পুকুর খনন করার সময় গত সোমবার দিবাগত রাতে ওই পুকুর খননকরা মাটি পাশ্ববর্তী তালতলি এলাকার আবদুল কাদের নামক লাইসেন্স বিহীন একটি ইটভাটায় নিয়ে যাওযার সময় শীবজাইট এলাকায় ট্রলি উল্টো ওই শ্রমিক নিহত হয়। রাতেই এই বিষয়টি জানাজানি ও এলাকায় তোলপাড় শুরু হলে ঘটনাস্থলে ছুটে আসে পুকুর খননকারী ও ভাটামালিকের লোকজন। তারা শ্রমিক পরিবার ও থানা পুলিশকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে মঙ্গলবার সকালের মধ্যেই নিহত শ্রমিক মোহনের লাশটি ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। মঙ্গলবার এই ঘটনাটি এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা জানায়, রাতের আঁধারে অবৈধভাবে পুকুর খনন করে সেই মাটি একটি অবৈধ ইটভাটায় নিয়ে যাওযার সময় এত বড় একটি প্রানহানীর ঘটনা এভাবে বিচারহীন অবস্থায় ধামাচাপা পড়ে থাকলে এলাকায় একের পর এক অবৈধ পুকুর খনন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বাড়তেই থাকবে।
এ দিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি করোনা ভাইরাসকে ইস্যু করে উপজেলাব্যাপী অবৈধ পুকুর খননের হিড়িক পড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার(ভুমি) সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগত করোনা নিয়ন্ত্রনে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো বাস্তাবায়ন করতে ব্যস্ত হয়ে পড়ায় কৌঁসুলি সিন্ডিকেট চক্র রাতের আঁধারে শুরু করে পুকুর খনন কার্য। এভাবে পুকুর খনন করতে গিয়ে সোমবার রাতে ট্রলি উল্টে মারা যায় ওই শ্রমিক।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আতাউর রহমান শ্রমিক নিহতের ঘটনা নিশ্চত করে বলেন, ঘটনার পর পরই পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে ওই শ্রমিক পরিবার কোন অভিযোগ না করায় এবং লাশটি ফেরত নিতে চাওয়ায় তা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, পুকুর খনন ও ইটভাটা দুটোই অবৈধ। উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।