করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ পাবনার সুজানগরে চায়ের দোকানের পর এবার ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে সুজানগর থানা পুলিশ। সেই সঙ্গে কতিপয় যানবাহনও চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌর শহর ঘুরে ২/১টি ওষুধের দোকান ব্যতীত কোথাও কোন দোকানপাট খোলা পাওয়া যায়নি। এমনকি রাস্তা-ঘাটে তেমন কোন যানবাহনও চোখে পড়েনি। এককথায় রাস্তা-ঘাট এবং দোকানপাট ছিল জনশূন্য।
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম বলেন দেশে প্রতিনিয়ত করোনাভাইরাস বিস্তার লাভ করছে। তাছাড়া করোনা যেহেতু সংক্রামক রোগ সেহেতু সংক্রমণ প্রতিরোধে লোকসমাগম বন্ধে ব্যবস্থা গ্রহণ করছি। চায়ের দোকানে প্রচুর লোকসমাগম এবং আড্ডা হয়। সেকারণে প্রথমে চায়ের দোকান বন্ধ করেছি। আর স্থানীয় হাট-বাজারে প্রচুর লোকসমাগম হওয়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্দেশে দোকানপাট বন্ধ করে দিয়েছি। তবে সবজি এবং ওষুধের দোকান খোলা রাখা হয়েছে।