করোনাভাইরাসের কারণে ওষুধের দোকান ব্যতীত পাবনার সুজানগরে সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে পত্রিকা বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন পত্রিকা এজেন্ট সেলিম রেজা।
পত্রিকা এজেন্ট সেলিম রেজা জানান, প্রতিদিন উপজেলায় প্রায় ৫‘শ কপি জাতীয় পত্রিকা বিক্রি হয়। এর মধ্যে ৩‘শ জন নির্দিষ্ট পাঠক এবং প্রায় ২‘শ জন ভ্রাম্যমাণ পাঠকের কাছে ওই পত্রিকা বিক্রি করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার সুজানগর থানা পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ করে দেয়। এতে উপজেলার হাট-বাজার জনশূন্য হয়ে পড়ায় পত্রিকা বিক্রি করা যায়না। তাছাড়া অনেক পাঠক পত্রিকার মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় পত্রিকা নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে এমতাবস্থায় পত্রিকা বিক্রি বন্ধ করে দিতে হবে বলে তিনি জানান। থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম বলেন গত ২/৩দিন হাট-বাজারে প্রচুর লোকসমাগম হচ্ছে। আর এই লোকসমাগম থেকে করোনাভাইরাস ছড়াতে পারে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাময়িক সময়ের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।