করোনাভাইরাস সচেতনতায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ২০ টি পয়েন্টে হাত ধোয়ার বেসিং উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সচেতনতা সর্তকতা অবলম্বন করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
সোমবার বিকালে পৌরসভার মেয়র আশরাফুল আলম (আশরাফ) এর উদ্যোগে কালীগঞ্জ পৌর শহরের মেইন বাসটার্মিনাল, জনতা ব্যাংকের মোড়,নিমতলা বাসটার্মিনাল সহ গুরুত্বপূর্ণ ২০ টি পয়েন্টে এ ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে পানি ও সাবান।পথচারীদের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নিয়েছে পৌর মেয়র আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর যুবলীগের সদস্য ফরহাদ হোসেন, শ্রমিক নেতা টিপু সুলতান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ।