রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনীতিতে একা হয়ে পড়েছেন। ফলে জনবিছিন্ন এই দুই নেতা ঘুরছেন পথে ও প্রান্তরে। তাদের ডাকে কেউ আর সাড়াও দেননি, ঘুরেও তাকান নি। ফলে এসুযোগে তানোর আওয়ামী লীগের রাজনীতিতে নতুন সমিকরণের সৃষ্টি হতে চলেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
স্থানীয় রাজনীতিক মহলের অভিযোগ, বর্তমান আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিগত ২০০৫ সালে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। এরপর আর গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হয়নি। তাদের সাজানো কমিটি দিয়েই দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসছে তানোর আওয়ামী লীগের পকেট কমিটি।
এরই মাঝে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী সভাপতি ও সম্পাদকের দলে তাদের আধিপত্য বিস্তর নিয়ে সর্তক করেন। এতে সভাপতি গোলাম রাব্বানী ক্ষিপ্ত হয়ে এমপির সাথে দুরত্ব রেখে টেক্কা দিয়ে চলছে থাকে। এ অবস্থায় বিগত নির্বাচনে গোলাম রাব্বানী নিজেকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষনা দেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ফলে দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি।
অপরদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দলের মনোনয়নে দৌড়ঝাঁপ করেও তিনিও পাননি মনোনয়ন। ফলে তারা বর্তমানে কেউ আর দলে একটিভ নয়, রয়েছেন ইনেকটিভ। বর্তমানে দলে তাদের পদ থাকলেও তারা কোন মিছিল মিটিং ও জাতীয় দিবসে উপস্থিত থাকছেন না। কিন্তু আড়ালে বসে কল কাঠি নাড়াচ্ছেন ঠিকই।
এনিয়ে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেছেন, বিগত সাড়ে ৩ বছর ধরে বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক দলে ইনেকটিভ। দলীয় কোন সভা সেমিনারে উপস্থিত থাকেন না তারা। কিন্তু উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ অফিস ছেড়ে জেলা অফিসে লবিং গুপিংয়ে তাদের কোন কমতি নেই। মূলত পদ আঁকড়ে ধরে জেলা কমিটির নীতি নির্ধারকদের কাছে প্রতিনিয়ত ধর্ণা দিচ্ছেন তারা।
উপজেলার কলমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাকে পরাজিত করতে আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী তার আপন ছোট ভাই আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন নিয়ে উপজেলা চেয়রম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন। ভোটযুদ্ধে বিশাল ভোটের ব্যবধানে ময়নার কাছে পরাজিত হন গোলাম রাব্বানীর ছোট ভাই শরিফুল ইসলাম।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন বলেছেন, বর্তমানে তানোর উপজেলা আওয়ামী লীগের সংকটাপন্ন মূহুর্তে হাল ধরেছেন তানোর উপজেলা পরিষদ চেয়রম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। তিনিই মূলত বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পৌর এলাকায় নিজ অর্থায়নে সভা সমাবেশ ও শোভাযাত্রায় সবাইকে উজ্জীবিত করে উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিসে বসে প্রতিনিয়ত খোঁজ-খবর নেন। মূলত তানোর আওয়ামী ও যুবলীগসহ অঙ্গ-সংগঠন জিইয়ে রেখেছেন চেয়ারম্যান ময়না। তিনি ইঙ্গিত দিয়ে আরও বলেন, তানোর আওয়ামী লীগের রাজনীতিতে নতুন সমিকরণের সৃষ্টি হতে চলেছে। বর্তমানে বিষয়টি বটকাষ্ট করছি না। সময় হলে সবই জানবে বলে জানান এই নেতা।
এব্যাপারে মোবাইল ফোনে তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য ছাড়াই ব্যস্ত আছি বলে সংযোগ বিছিন্ন করেন। পরে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
এনিয়ে তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, এত বছর ধরে দল করে শুধু পদ পেয়েছি। দলের সুযোগ সুবিধা বলতে ভাগ্যে কিছুই জোটেনি। আগামী দিনে কি আর পাব। এজন্য ভাবছি সব ছেড়ে দেব বলে জানান তিনি।