করোনা ভাইরাস কারণে তানোর মুন্ডুমালা সাপ্তাহিক সোমবারের পশু হাট বন্দ করে দেয়া হয়েছে। তবে, অন্যান্য দোকান-পাট ছিলো সিমিত। অপর দিকে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা মুলক প্রচার-প্রচারনায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। গত কয়েকদিনের ন্যায় (আজ) সোমবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ব্যানার ও মাইক লাগানো প্রচার গাড়ী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সচেতনতামুলক বক্তব্য দেয়ার পাশাপাশি লিফলেট বিতরন করছেন। উপরে দিকে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সন্ধ্যায় গোল্লাপাড়া বাজার, থানা মোড়সহ বিভিন্ন মোড়ে গিয়ে গনজামায়েত হওয়া ব্যাক্তিদের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন এবং লিফলেট বিতরন করেন। এর আগে তিনি সংগীয় ফোর্সসহ প্রচার গাড়ীতি বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিরতন করছেন।