ঝিনাইদহের শৈলকুপায় খুলনা-কুস্টিয়া মহাসড়কে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া আব্দালপুর গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র হাসমত আলী (৩০) ও ঝাউদিয়া গ্রামের ইব্রাহিমের পুত্র মিনারুল ইসলাম(২৮)।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ষ্টোশন কর্মকতা শফিকুল ইসলাম রহমান জানান, কাঁচামাল ব্যবসায়ী ওই দুই জন দুপুরে ঝিনাইদহে থেকে সবজি নিয়ে কুস্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথে ঘটনস্থলে পৌঁছালে নসিমনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।