কুড়িগ্রামের চর রাজিবপুরে বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা ৬ জনকে করোনা ভাইরাসের জীবানু থাকতে পারে এমন আশংকায় নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সকালে চর রাজিবপুর পুলিশ থানা থেকে এ তথ্য জানিয়েছেন। চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিন স্বাস্থ্যকর্মীরা বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যা”্ছে এবং হোম কোয়ারেন্টিনে থাকছে কিনা তা পর্যবেক্ষণ করছেন। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা হলেন মালদ্বীপ ফেরত ফুল মিয়া ,আরব আমিরাত ফেরত মারুফ মিয়া ,সুদান ফেরত রফিকুল ইসলাম, ওমান রেফত মানিক মিয়া ,আরব আমিরাত ফেরত আতিকুল আমিন ও ওমান ফেরত মাইদুল ইসলাম। চর রাজিবপুর থানা কর্মকর্তা ইনচার্জ মো.গোলাম মোর্শেদ তালুকদার জানান, বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি খুজেঁ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, করোনা আতঙ্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য রোববার বিকালে সকল বিভাগের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালা হয়েছে এবং সকল সেক্টর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। সন্ধ্যার পর সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।