নীলফামারী ডিমলায় করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পন্য নির্ধারিত মুল্যের অধিক মুল্যে বিক্রি করার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।
এ সময় ডিমলা উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তফিউজ্জামান জুয়েল চাল ব্যবসায়ীদের বাজার দরের চেয়ে অধিক মুল্যে চাল বিক্রি করে বাজার অস্থির না করে বাজার স্থিতিশীল রাখতে নির্ধারিত মুল্যে চাল বিক্রি করার অনুরোধ জানিয়ে বলেন, এই উপজেলায় কোনরুপ খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। সরকারীভাবে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। কোন ব্যবসায়ী নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে চাল বিক্রি করলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিয়মিত বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের চাল ডালসহ সকল প্রকার নিত্য পন্য নির্ধারিত বাজার মুল্যে বিক্রয় করার অনুরোধ জানানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে পন্য বিক্রি করায়।
শনিবার সন্ধায় অভিযান চালিয়ে বাজার দরের চেয়ে বেশি মুল্যে পন্য বিক্রি করা ও ওজনে কম দেয়ার অপরাধে উপজেলা সদরের পেয়াজ ব্যবসায়ী সফিকুল ইসলামকে ২শ টাকা, শঠিবাড়ী বাজারের মাছ ব্যবসায়ী চটকু দাস, কাচামাল ব্যবসায়ী শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন স্বপন ও লাল মিয়াকে ৫শ টাকা করে জরিমানা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।