গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার এস,আই মাজরিহা হোসাইন সহ সংগীয় ফোর্স সেনহাটি মসজিদ পাড়ায় মোঃ আঃ হালিমের ঘর থেকে জুয়া খেলার সামগ্রী সহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো(১)মোঃ আঃ হালিম (৪১),(২)মোঃ ফরিদ (৪৬),(৩)মোঃ জালাল (৩৮),(৪)মোঃ মন্টু হাওলাদার (৩১)ও (৫)মোঃ এনামুল মোল্লা (৩৪) তাদের কাছ থেকে ৬ সেট তাশ ও নগদ ৮,৪৩৭(আট হাজার চার শত সাঁইত্রিশ টাকা) জব্দ করা হয়।পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিসেট্রটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দিনের সশ্রম কারাদ- দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।