করোনা ভাইরাসের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সচেতন করতে এবং নিত্যপ্রয়োাজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে শনিবার দুপুরে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।