ঝিনাইদহের কালীগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঝিনাইদহ শহরের ডাকবাংলা এলাকা থেকে কালীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃত জামাল উদ্দীন একটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে তাকে ঝিনাইদহ ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।