বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সন্দেহে বিদেশ ফেরত ১জনকে উচ্চ চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহাদাত হোসেন তালতলীর নিউ পপুলার ডায়াগনষ্টিক ল্যাবে প্রাইভেট চিকিৎসাকালে ওই রোগীকে এ নির্দেশ দেন। ডা. শাহাদাত হোসেন জানান, ওই প্রাইভেট ল্যাবে তালতলী সদরের টিএন্ডটি সড়কের পারভিন নামের এক নারী বিদেশ ফেরতের কথা গোপন করে চিকিৎসা করাতে আসে। তার শরীরের অবস্থা আশংকাজনক দেখে উচ্চ পর্যায়ের চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে শনিবার করোনা ভাইরাস সংক্রান্ত এক সচেতনতা মুলক জরুরী বৈঠকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সম্প্রতি বিদেশ ফেরত ৪৪জনের মধ্যে ৩৯জনকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ৫জন এ উপজেলার বাইরে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রাখা ৩৯জন কোন রকম খোলামেলা বাইরে বের হওয়া বা তাদের পরিবারের মধ্যেও কেহ হাট-বাজারে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এর ব্যতীক্রম হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কারণ বিদেশ ফেরত ওই ৩৯ জনই করোনা ভাইরাস রোগের লক্ষনগুলোর মধ্যের কিছু কিছু রোগে আক্রান্ত রয়েছে।