প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শেরপুর
জেলার গারো পাহাড়ে স্থাপিত পর্যটন কেন্দ্রগুলোতেপর্যটকদের ভ্রমণে
নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বনবিভাগ। ইতোমধ্যে
‘মধুটিলা ইকোপার্ক ও গজনী অবকাশ পর্যটন’ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে বড় ধরনের জনসমাগম এবং পর্যটন
কেন্দ্রগুলোতে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাশপাশি
জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।
গজনী অবকাশ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনার বিষয়টি শেরপুরের জেলা প্রশাসক
আনার কলি মাহবুব ও মধুটিলা ইকোপার্ক বন্ধের বিষয়টি বন বিভাগের মধুটিলা
রেঞ্জকর্মকর্তা মো. আবদুল করিম নিশ্চিত করেছেন। এ ছাড়া পরবর্তী নির্দেশ
না দেয়া পর্যন্ত সকল কোচিং, ব্যাচ করে প্রাইভেট পড়ানো বন্ধ রাখার ঘোষণা
দেয়া হয়েছে। করোনা ভাইরাসের থাবা থেকে গণসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুর
জেলা পুলিশ দেড় লাখ লিফলেট বিরণের উদ্যোগ গ্রহন করেছে।
জেলা হাসপাতাল সুত্রে জানা গেছে, এ পর্যন্ত শেরপুর জেলায় ৩২ জনকে হোম
কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরা সবাই ইটালির, চীন,
সিঙ্গাপুর ভারত, মালয়েশিয়া ও সৌদি আরব ফেরত প্রবাসী।
শেরপুর জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ বলেন, করোনা পজিটিভ
রোগীর সংষ্পর্শে আসার কারণে যদের মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা,
শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনও সমস্যা দেখা দেয় তারা টেলিফোনে
সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জনকে জানাতে বলা হয়েছে। এছাড়াও যদি
করোনার কোন সংক্রামন পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে
পাঠানো হবে। তিনি আরো জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস
মোকাবেলায় জেলায় বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতিসহ নানা
ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ১০টি শয্যা বিশিষ্ট
বিশেষ আইসোলেশন ওয়ার্ড, ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ২০ শয্যা, শ্রীবরদী
হাসপাতালে ২০টি শয্যা, নালিতাবাড়ীর রাজনগর মা ও শিশু হাসপাতালে ৫০টি
শয্যা ও নকলার উরফা হাসপাতালে ৫০ টি শয্যা রয়েছে। করোনায় আক্রান্ত সন্দেহ
হলে নালিতাবাড়ী ও নকলার দুটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন কক্ষে রাখা হবে।