ঝালকাঠির রাজাপুরে ডাক্তার পরিচয়ে প্রেসার মাপাসহ বিভিন্ন রোগের অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে তিন ভুয়া ডাক্তার, অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে দুই পিয়াজ ব্যবসায়ী এবং নিন্মমানের খাদ্যপণ্য ও ভেজাল প্রসাধনী বিক্রয়ের দায়ে ৬জনসহ মোট ১১ জনকে বিভিন্ন পরিমানে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর ও সদরের বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ওই ১১জনকে ৯০হাজার টাকা অর্থদন্ড দেয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইউএনও মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে তিন ভুয়া ডাক্তারের জনপ্রতি ১০ হাজার টাকা করে ৩০ হাজার, দুই পিয়াজ ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার করে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অন্যদিকে একই রাতে রাজাপুর থানা পুলিশের হাতে আটককৃত নিন্মমানের খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রীকারী ৬ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করলে ভোক্তা অধিকার আইনে তাদেরকে ৫০হাজার টাকা জরিমানাসহ লিখিত অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেয়া হয়।