রংপুরে মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য মানিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৩। তার কাছ থেকে ৩৬৫ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মানিক মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ পন্ডিতপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র্যাব-১৩ এর সহকারি পুলিশ সুপার আহসান হাবীব
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) সকালে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বকসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানের সময়৩৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে (৪৩) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ব্যবহৃত সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেফতার মানিক মিয়া মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। রংপুর বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান এনে পাইকারি বিক্রি করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালান ও কারবারির সাথে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মানিক মিয়া। তার বিরুদ্ধে রংপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।