করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম প্রদেশ নিউ জার্সিতে এই ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সিএনএন জানায়, এক নারী এবং তার চার ছেলেমেয়ে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এ ছাড়া তাদের আরও দুই আত্মীয় আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। ফ্রিহোলড সেন্টারাস্টেট মেডিকেল সেন্টারে মারা যান ফুসকো পরিবারের ভিনসেন্ট ফুসকো। বুধবারে মারা যান তার মা ৭৩ বছর বয়সী গ্র্যাস ফুসকো। এদিন সকালে মারা যান গ্র্যাসের আরেক ছেলে ক্যারমিন ফুসকো। তার আগের সপ্তাহে মারা যান মেয়ে রিটা ফুসকো-জ্যাকসন। এই পরিবারের আরও ১৯ জনকে পরীক্ষা করা হয়েছে বলে জানান ফুসকো পরিবারের আইনজীবী রোজিন পারাদিসো ফোদেরা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের করোনা মৃতের সংখ্যা শতাধিক। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ভাইরাস ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্য লকডাউন করা হয়েছে।