কালীগঞ্জের বিশিষ্ট মৎস ব্যাবসায়ী ও ঝিনাইদহ-৪ আসনের এমপি এমপি আনোয়ারুল আজিম আনারের বড় ভাই আলী আবেদ বিশ^াসের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল করা হয়েছে। আলী আবেদের বন্ধু মহলের আয়োজনে বুধবার সন্ধ্যার পর মধুগঞ্জ ভ’সিমাল বাজারস্থ নিজ প্রতিষ্টানের সন্মুখে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার।
বাল্য বন্ধু কালীগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্টান পূর্বে আলোচনায় অংশ নেন, ব্যাবসায়ী আজিজুর রহমান তপন, বিএনপি নেতা আলাউদ্দিন আলা ও ব্যাবসায়ী আব্দুস ছাত্তার সহ বাল্যকালের বন্ধুগন। এ সময় বন্ধুগন আলী আবেদের রোগমুক্তিতে তার পাশে দাড়ানোর প্রত্যায় ব্যক্ত সহ ইতিপূর্বে মৃত্যুবরনকারী বন্ধু সিরাজুল ইসলাম, মুক্ত, মতি, কালাম, মনিরুলসহ অনেকের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথেই বন্ধুর বড় পুত্র মনিরুজ্জামান রিংকু এবার কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বন্ধুর অসুস্থতায় দুঃসময়ে তাদের পাশে থাকতে এমপি আনারের কাছে সহযোগীতার আবেদন জানান বন্ধুগন। এরপর দোয়া চেয়ে এক মোনাজাত পরিচালনা করা হয়।