পান চুরির মামলায় ২ আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঝিনাইদহ আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কালীগঞ্জ এর মোঃ কামরুজ্জামান এ আদেশ দেন।
পান চুরির ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে দীর্ঘ শুনানির পর আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পান চুরির মামলায় আসামিরা হলেন কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের কাশেম আলী লস্কারের ছেলে বিল্লাল হোসেন ও গোলাম মোস্তফার ছেলে মিঠুন হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, আসামিদ্বয় সংঘবদ্ধ পান চোর। যেহেতু সংঘবদ্ধ হয়ে পান চুরি ও বিক্রি করেছে সেহেতু মালামাল উদ্ধারসহ সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ০৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে বরজ থেকে পান চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মুল্য ২৫ হাজার টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং কালীগঞ্জ থানার মামলা নং ১২, (কালীজিআর ৫৯/২০২০)। ২জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন দিপ্তী ঠাকুর। এ ঘটনায় ২জনকে আটক করে আদালতে প্রেরন করেন কালীগঞ্জ থানা পুলিশ।