রংপুরের পীরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল কর্মকর্তাদের নিয়ে এক জরুরী বৈঠকে গোটা উপজেলাজুড়ে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরন এবং বিদেশ ফেরত প্রবাসীদের তালিকা প্রকাশ করা হয়। ইউএনও জেসমীন প্রধানের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ, ওসি রেজাউল করিম, সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। বৈঠকে উপজেলার ৯টি ইউনিয়নে গত ৭ দিনে বিদেশ ফেরত ১১২ জন নারী-পুরুষের তালিকা থানা পুলিশ, গ্রাম পুলিশ ও আনছার ভিডিপির নিকট হস্তান্তর করা হয়। এসব প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে বিশেষ নজরদারীতে রাখার নির্দেশ দেয়া হয়। অপরদিকে উপজেলার অন্নদানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে ওই ইউনিয়নের রাধাকৃষ্ণ, এতিমখানা, হরিচন সম্প্রদায়ের মুচি পট্টি, মেথর পট্ট্রিসহ বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৫ শতাধিক হাত ধোয়া সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।