গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ৭১ জন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।
তবে বৃহস্পতিবার ২ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় জেলায় এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২১ জন। যে ২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে তারা আশঙ্কামুক্ত বলে সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ জানিয়েছেন। তিনি আরো জানান, যারা বা যাদেরকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই প্রবাসী বাংলাদেশী।
এদিকে, বুধবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনের আদেশ না মেনে যত্রতত্র নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর কারণে এক জনকে ২০ হাজার ও অন্য আরেক জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।