‘করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পাবনার চাটমোহরে বিদেশ ফেরত আরো ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার (১৮ মার্চ) তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এনিয়ে মোট ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। এ ছাড়া তাবলীগ জামাতে আসা ২ জনকে উপজেলা ত্যাগের ব্যবস্থা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ শুয়াইবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। তবে তারা স্বাভাবিক। আমরা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছি। নতুর ৪ জনের মধ্যে আফ্রিকার মরিসাস ফেরত ছোট গুয়াখড়ার বাসিন্দা শিমু আকতার,কুয়েত ফেরত বাহাদুরপুর গ্রামের জামাল উদ্দিন,সৌদি আরব ফেরত মথুরাপুর গ্রামের মানিক হোসেন ও আফ্রাতপাড়া গ্রামের মালয়েশিয়া ফেরত ইকরাম হোসেন জুরান। ইতোপূর্বে ছাইকোলা গ্রামে চীন ফেরত সৈকতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এ ছাড়া তাবলীগ জামাতে আসা জ¦রে আক্রান্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের একজনকে ও বরিশালের একজনকে উপজেলা ত্যাগের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,‘করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম।