সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩ দোকানিকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে ভোগ্য পণ্যের দাম বেশি রাখার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান বাজারে রামকৃষ্ণ ভান্ডারের মালিক রামকৃষ্ণ দাস, ব্রজগোপাল স্টোরের মালিক শ্যামল কুমার দাস ও বাচ্চু স্টোরের মালিক বাচ্চু মিয়া, প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ভোক্তা অধিকার আইনে তাদের জরিমান করা হয়। পর্যায়ক্রমে প্রত্যেক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।