সিরাজদিখানে বাসা ভাড়া দিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে এক পরিবার। পরিবারের ৩ জন মহিলাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় এক মহিলা আটক। আটক মহিলা মাদারীপুর জেলার সদর থানার চর মুগরিয়া গ্রামের আলমগীর ওরফে জাহাঙ্গীরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রশুনিয়া ইউনয়িনের দানিয়াপাড়া গ্রামের মো. জলিল (মধু) ব্যাপারীর বাড়িতে। বৃহস্পতিবার এ ব্যাপারে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন মো. জলিল (মধু) বেপারী।
তিনি জানান আমার আত্মীয় পাশের বাড়ি নুর নাহারের একটি টিনের ঘর ভাড়া নেয় প্রতারক মহিলা মমতাজ ওরফে হাসিনা বেগম (৪০)। যেদিন ভাড়া নেয় সেদিন সন্ধ্যায় আমার স্ত্রী সামসুন নাহার (৫০), মেয়ে জান্নাতুল ইসলাম জনি (২৮) ও পুত্রবধূ আনিকা বেগম (২০) কে সিঙ্গারা খাওয়ায় এবং মাথায় তেল দিয়ে দেয় অজ্ঞান পার্টির সদস্য ঐ প্রতারক মহিলা। তারা অঞ্জান হলে আমার স্ত্রী ও পুত্রবধূর গলার চেইন খুলে নেয়। আমার মেয়ের টা খোলার সময় আমার ৫ বছরের নাতনি মরিয়ম আক্তার সেখানে ছিল। সে চিৎকার দিলে এ সময় পাশের বাড়ির আবদুর রহমানের স্ত্রী শিল্পী আক্তার (২৫) এসে দেখে সেও চিৎকার করে। আশে পাশের লোকজন এসে অজ্ঞান পার্টির মহিলাকে ধরে পুলিশে খবর দেয়। মহিলা পুলিশসহ এসে তাকে তল্লাশী করে চেইন ২টি উদ্ধার করে। যার ওজন ১৪ আনা ২ রতি মূল্য হবে ৩৭ হাজার টাকা। থানায় অভিযোগ করেছি।
সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান এ বিষয়ে চুরির মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হবে।