করোনাভাইরাস আতঙ্কে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের হিড়িক পড়েছে। উপজেলার অধিকাংশ পরিবারই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে ঘরে মজুদ করে রাখছেন। করোনাভাইরাসের প্রদুর্ভাব আরো বাড়লে সরকার লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করতে পারে এমন ধারণা থেকে উপজেলার অধিকাংশ জনগন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিজ নিজ ঘরে মজুদ করছেন। অনেকের ধারণা আগামীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নাও পাওয়া যেতে পারে।
জনগনের অতিরিক্ত চাহিদার কারণে অসাধু ব্যবসায়ীরা সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সাধারণ জনগনদের প্রয়োজনের অতিরিক্ত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে দেখা গেছে। তবে অতিরিক্ত মুনাফায় ব্যবসায়ীরা এসব জিনিসপত্র বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে । এেিদক গত ২দিনের ব্যবধানে প্রতি বস্তা চাল ৪থেকে ৫শত টাকা দাম বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। একই ভাবে তেল, ডালসহ সকল প্রকার ভোগ্য পণ্যের দাম বেড়েছে।
নাম প্রকাশ না করা শর্তে উপজেলার বলুহার গ্রামের এক চাকুরীজীবী বলেন, আমি প্রতি মাসে বেতন পেয়ে এক সঙ্গে ১মাসের বাজার করি। তবে এবার এক সঙ্গে তিন মাসের বাজার করেছি। কিন্তু এক সপ্তাহ আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম ছিল এখন তার চেয়ে প্রতিটি পণ্যের দাম বেশী।
উপজেলার ঘাঘর বাজারের এক ব্যবসায়ী জানান, আমরা খুলনা থেকে মোকাম করি। পাইকারি এই মোকামে চাল, ডাল, তেলসহ প্রতিটি ভোগ্য পণ্যের দাম বেড়েছে। তাই আমাদের লোকসানের হাত থেকে বাঁচতে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কিছুটা বেশী দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে দাম কমলে আমরা আবার প্রতিটি পণ্যের দাম কমিয়ে দিবো।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক ভাবে বাজার মনিটরিং করছি। যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে বা অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।