গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভ্যান চালকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দু’শতাধিক ভ্যান চালকের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টি-শার্ট বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল, শেখ টুটুল, সুমন হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগ নেত্রী গুলশানারা রানী, যুবলীগ নেতা মিজানুর রহমান বুলবুল, ফজলুর রহমান দিপু, কাউন্সিলর নাসির উদ্দিন সরদার নানা উপস্থিত ছিলেন।