সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতক ডিসি সুলতা পারভীনসহ নির্যাতনে জড়িতের শাস্তির দাবীতে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা স্বাধীনতা চত্বরে কসবা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক কবি ও গবেষক মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, প্রফেসর মো. আবদুর রকিব স্বপন, কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে আজাদ, লিয়াকত আলী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহআলম। সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল। বক্তাগণ কুড়িগ্রামের ডিসিসহ সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানান। এ সময় কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু, কসবা প্রেসক্লাব দপ্তর সম্পাদক বাংলা টিভি’র উপজেলা প্রতিনিধি মো. রুবেল আহমেদ, সদস্য আবুল কালাম আজাদ, শেখ মো. কামাল উদ্দিন, আবুল খায়ের স্বপন, ভজন শংকর আচার্য্য, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইনামুল ইসলাম বোরহান, বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ¦লসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।