খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় সংলগ্ন চৌমাথার একদম মুখে খুলনা-মাদারীপুরের লোকাল বাস স্ট্যান্ডটি হাওয়ায় ফকিরহাট হতে বাগেরহাট যাওয়ার পুরাতন রোড দিয়ে যাওয়া মোটরসাইকেল চালক ও পথচারীরা খুলনা থেকে আসা ঢাকাগামী বিভিন্ন পরিবহন ও ট্রাক না দেখে রাস্তা পার হতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে একাধিক মোটরসাইকেল ও টেম্পু চালকেরা অভিযোগ করে বলেন, মহা সড়কের চৌরাস্তার একদম রাস্তার মুখে বাস দাঁড়িয়ে থাকলে কাটাখালির দিক থেকে আসা পরিবহন গুলো দেখতে না পাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। খুলনা-মাদারিপুরের লোকাল বাস গুলো একটু সামনে এগিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ানোর ব্যাবস্থা করলে দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেতে পারে অনেকে। এমনটি অভিমত দিয়েছেন স্থানীয় পথচারীরাও। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।