বাজারে করোনা আতঙ্কের পরিবেশ কাজে লাগিয়ে চড়া দামে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি করে কালোবাজারি শুরু করেছে গাজীপুরের টঙ্গীর নাছির (৪২) নামের এক ব্যক্তি। টঙ্গী পূর্ব থানা পুলিশ খবর পেয়ে গতকাল বিকালে টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের পিছোনের একটি বস্তি বাড়িেেত অভিযান চালিয়ে আয়রনের দোকানি আহালিয়া (৩৭) ও বাড়ির কেয়ারটেকার ইমরান (২৭) কে আটক করে। এ সময় মূল হোতা নাছিরের ঘর থেকে সাত বস্তা রক্তমাখা মাস্ক, দুইবস্তা সেলাইনের তার, দুই বস্তা হ্যান্ড গ্লাবস ও ছয় বতল ক্যামিকেল ইদ্ধার করা হয়।
আশপাশের ভাড়াটিয়ারা জানান, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের অধিকাংশ হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে আবার দ্বীগুন মূল্যে বাজারে বিক্রি করে আসছে। তারা বলেন গভীর রাত হলে নাছির বাহির থেকে লোকজন এনে ব্যবহার করা মাস্ক ও গ্লাবস শ্যাম্প দিয়ে পরিস্কার করত দিনের বেলায় মাস্ক অয়রন দিয়ে ইস্তারী করে প্যাকেটজাত করে বাজারজাত করত। সে গত তিন মাস যাবৎ এমন ব্যবসা করে আসছে। অভিযানের সময় মুল হোতা নাছির বাসায় না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জরিতদের আটক করতে অভিযান চলছে।