রাজশাহীর তানোরে করোনায় আক্রান্ত সন্দেহে তিনজন বিদেশ ফেরতকে ১৪ দিন ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। বুধবার (১৮মার্চ) বিকেলে তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো তাদের বাড়ি বাড়ি গিয়ে এই নিষেধাজ্ঞা জারী করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার রোজি আরা খাতুন ও তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
বিদেশ ফেরতরা হলেন- তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের মো. শামসুদ্দিনের পুত্র সুমন আলী (৪০)। তিনি ইরাক থেকে ১২ দিন আগে বাড়ি এসেছেন। এছাড়াও সৌদি আরব থেকে ১০ দিন আগে বাড়ি এসেছেন একই ইউনিয়নের পারিশো গ্রামের কেফাত আলীর কন্যা রোজিনা খাতুন (৩০)। অপরদিকে, ভারত থেকে সবেমাত্র বাড়ি এসেছেন তানোর সদরের পালপাড়া মহল্লার মৃত ভোলানাথ পালের পুত্র শ্রী ভবেশ পাল (৫৫)।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেছেন, করোনা ভাইরাস ছোয়েচে ধরনের রোগ। সবেমাত্র জারা বিদেশ থেকে ফেরত এসেছে সরকারি নিয়ম অনুযায়ী আক্রান্ত সন্দেহে প্রত্যেককে ১৪ দিন ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়ছে। এই আদেশ অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।