পটুয়াখালীর বাউফলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ওই মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক চীফ হুইপ ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ এমপি।
২০১৯-২০২০ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪তলা বিশিষ্ঠ মাদ্রাসা ভবনটির ব্যায় ধরা হয়েছে ৩কোটি ৯০লক্ষ টাকা। ভবনটির নিচতলা ফাঁকা থাকবে এবং প্রতি তলায় ৩টি করে মোট ৯টি শ্রেণীকক্ষ হবে।
নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নাজিরপুর বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। এ সময় প্রধান অতিথি করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, সহকারী শিক্ষা প্রকৌশলী মো. মনিরুল কবির, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, এপিএস মো. আনিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক ফেরদাউস ভুট্টু, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর সভার কাউন্সিলর মো. ফরহাদ হোসাইন।