চান্দগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতি ও চট্টগ্রাম জেলা শ্রমিক ইউনিয়ন কালুরঘাট শাখার যৌথ উদ্যোগে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থীর এক মতবিনিময় সভা ট্রাক মালিক সমিতির সভাপতি মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনু্িষ্ঠত হয়। বুধবার দুপুরে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রার্থী আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
এই মতবিনিময় সভায় রেজাউল করিম চৌধুরী ট্রাক মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামীতে চট্টগ্রাম শহরকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আধুনিক নগরায়ন গড়ে তোলার জন্য আগামী ২৯ তারিখ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: বখতেয়ার হোসেন, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি মো: মঞ্জুর আলম, ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর কোম্পানী, অর্থ সম্পাদক মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর, সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দিন বাবু, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: হান্নান, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহির, মো: শহীদ, মান্নান, কালু, মাহফুজ, আফসার, দুলাল, জাফর ও বেলাল প্রমুখ।