চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানও। সিএমপি সূত্র জানায়, সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এতে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়। সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন; সেখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন।
তাই পুলিশের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া প্রয়োজন ব্যতীত যেখানে সেখানে ঘোরাঘুরি থেকেও নিজেদের বিরত রাখার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সিএমপির উপর্যুক্ত নিষেধাজ্ঞা জারির পর পতেঙ্গা সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়-য়া বলেন, বুধবার সকাল থেকে সৈকতে আসা লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সৈকতের আশপাশের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই পরিস্থিতিতে শহরের অন্য শিশুপার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িক বন্ধ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।