বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক ঝিনাইদহ জেলা সম্পাদক ও কালীগঞ্জ পানচাষী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড আবদুল হামিদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। প্রয়াত নেতার মৃত্যুু বার্ষিকী পালন উপলক্ষে পার্টির ঝিনাইদহ জেলা শাখা ও কালীগঞ্জ উপজেলা শাখা যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। এসব কর্মসুচীর মধ্যে ছিল বিকেল ৪ টায় মরহুম নেতার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামে গমন, পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, দোয়ার অনুষ্ঠান, মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও মাজারের পাশে ঈদগা মাঠে স্মরণসভার আয়োজন। পার্টির কলাীগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আমির হামজা বাবলুর সভাপতিত্বে
স্মরণসভায় পার্টির ভারপ্রাপ্ত জেলা সভাপতি কমরেড আবদুল জলিল, সাধারন সম্পাদক অরুন ঘোষ, জেলা নেতা অধ্যক্ষ নিমাই দে, অধ্যক্ষ আসাদুজ্জামান,কালীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক ও জেলা নেতা রেজাউল ইসলাম, উপজেলা নেতা ডাক্তার আঃ কুদ্দুস, গোলাম মোস্তফা, জয়দেব কুমার দাশ, বাহার আলী, হুুমায়ুন কবির মন্টু, কলীগঞ্জ পৌর সাধারন সম্পাদক প্রভাষক বিপ্লব কুমার বিষনু, কালীগঞ্জ পানচাষী সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও মরহুম নেতার পরিবারের পক্ষ থেকে মরহুম নেতার ভাগ্নে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের স্মৃতিচারণে প্রযাত নেতা কমরেড আবদুল হামিদের জীবন-সংগ্রাম অনুসরন ও তার সমাজ বিপ্লবের অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার জন্য ওয়ার্কার্স পার্টির প্রতিটি নেতা-কর্মী -সমর্থকদের প্রতি আহবান জানান।
প্রয়াত নেতা কমরেড আবদুল হামিদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। জীবদ্দশায় তিনি কালীগঞ্জে অসংখ্যা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি কৃষক আন্দোলনেও সক্রীয় ভূমিকা পালন করেন। এ্যাজমা, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ১৭ মার্চ এই নেতা মৃত্যু বরণ করেন।