সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানেও মাটিরাঙ্গার সেই শীর্ষ সন্ত্রাসী কামাল গ্রেপ্তার হয়নি। এলাকায় তিনি বীরদর্পে ঘুরছেন। তাঁর বিরুদ্ধে যারা মুখ খুলছেন তাদেরকে মানহানির মামলা করার হুমকি দিচ্ছেন কামাল। পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে কামাল ঘুরাফেরা করলেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করছেন না। সরকার দল আওয়ামী লীগের পদবী ব্যবহার করে তাঁর সন্ত্রাসের নেটওয়ার্ক ক্রমেই বিস্তৃত করছেন। এতে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অনেকেই মনে করেন। কামালের নেতৃত্বে সেখানে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন, সম্পত্তি দখল, ইয়াবা ও বন্য প্রাণীর ব্যবসা প্রতিনিয়ত চলে আসছে। এলাকাবাসীর পক্ষে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম ওই কামাল বাহিনীর প্রধান কামালসহ তাঁর সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এর আগে কামালকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমেও একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন সেলিম। এতে আরো ক্ষিপ্ত হয় কামাল। কয়েকদিন আগে তেলে বেগুনে জ্বলে উঠে কামাল ভুক্তভোগী সেলিমকে মানহানির মামলা করারও হুমকি দিয়েছেন। এরআগে এই ঘটনাটি শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএসে প্রকাশিত হওয়ায় ভুক্তভোগীরা এফএনএস পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।
অভিযোগ উঠেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৩ নং বন্যাল ইউনিয়নে গত এক দেড় যুগ ধরে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন, সম্পত্তি দখল, ইয়াবা ও বন্য প্রাণীর ব্যবসা চালিয়ে আসছেন এই কামাল। একই ইউনিয়নের তবলছড়ি গ্রামের তৈয়ব আলীর পুত্র এই কামাল আওয়ামী লীগের পদবী ব্যবহার করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। ইউনিয়ন, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে উঠা কামালকে পুলিশ গ্রেপ্তার না করায় সবাই হতবাক। কামালের সহযোগীরা হচ্ছেন- আলী নুরের পুত্র আবদুল হক, ছালামত উল্লাহর পুত্র আবছার, এয়াকুব আলীর পুত্র বাবুল, আবদুল বারেকের পুত্র মুসলিম, আবুল কাশেমের পুত্র আলমাস, এয়াকুব আলীর পুত্র শাহাদাত, ফতেহ আলীর পুত্র মনির, এয়াকুব আলীর পুত্র মনির ও অলি আহমদের পুত্র কাশেম ডাক্তার। এরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এদের মধ্যে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন থানায় কামালের বিরুদ্ধে অন্তত ২০টি, আবদুল হকের বিরুদ্ধে ১২টি ও বাবুলের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তারা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীও। এর আগে কয়েক বার গ্রেপ্তার হয়ে তারা জেলও খেটে আসেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী কামাল তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদেরও তাঁর উপর্যুক্ত ন্যাক্কারজনক কর্মকাণ্ডে দিশেহারা। কামাল বাহিনীর সদস্যরা যুবকদের দিয়ে ইয়াবা, নারী ও বন্য প্রাণীর ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। রাস্তা দিয়ে চলতে কোন মেয়েকে পছন্দ হলেই তাকে তুলে নিয়ে গণধর্ষণ করারও অভিযোগ রয়েছে কামালের বিরুদ্ধে। বিগত ২০১৬ সালে একই ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে কামাল দুঃস্থ্যদের রেশনের চালও আত্মসাৎ করে আসছেন। ২০১৭সালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল মিয়া কামালকে আটক করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সে পুলিশের ওপর হামলা করেন। পরে তার পক্ষের প্রভাবশালী কতিপয় আ.লীগ নেতাদের ইশারায় ওই ইনচার্জকে অন্যত্র বদলীও করা হয়। ২০১৭সালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সেলিমের কাছে ২লক্ষ টাকা চাঁদাদাবি করেন কামাল। একপর্যায়ে ওই টাকা না পেয়ে সেলিমের মাটিরাঙ্গার জামেনী পাড়ার বসতবাড়ীতে (হোল্ডিং নং-৪৪৯) কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ও লাটিসোটা নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় ঘরে থাকা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে তারা ঘরের মূল্যবান জিনিষপত্র লুটে নেন। এতে অন্তত দুই লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়। এখন পর্যন্ত কামালের বিরুদ্ধে ভুক্তভোগী সেলিম ৪টি মামলা করেন। এর মধ্যে ১০লক্ষ টাকার চাঁদাবাজি মামলাও রয়েছে একটি। কামালের বিরুদ্ধে এরইমধ্যে ননজিআর মামলা হলে তা বাদীকে হুমকি দিয়ে প্রত্যাহার করানো হয়। সেলিম থেকে ৪টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় কামাল। এভাবে ধারাবাহিক হামলায় শুধু সেলিমের অন্তত ৫০লক্ষ টাকার ক্ষতিসাধন করেন কামাল ও তার সাঙ্গপাঙ্গরা। এসব ঘটনার প্রতিবাদ করলে ২০১৮সালের শুরুতেই তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াছের সামনে সেলিমকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় কামাল। এজন্য বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে সেলিম চট্টগ্রাম শহরে আশ্রয় নিয়েছেন। ওদিকে একই বছর দেওয়ান পাড়ার মীর হোসেন এবং বড়বিলের মৌলভী আকবরের একটি সুখী পরিবারকে তছনছ করে দিয়েছেন কামাল। এদের মধ্যে মৌলভী আকবরের সম্পদগুলো কামাল জোরপূর্বক লিখে নেওয়ার পর পালিয়ে এসে মৌলভী আকবর চট্টগ্রাম আমানত শাহ মাজারের সামনে শোকে মারা যান। আর মীর হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন কামাল বাহিনী।
কিন্তু প্রাণভয়ে কামালের বিরুদ্ধে এই ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারেন নি। এসব ঘটনায় বিচারের বাণী যেন নিরবেই কাঁদছে সেখানে। গ্রামে বেশ গুঞ্জণ রয়েছে কামাল টোকাই থেকে কোটিপতি হয়েছেন। অন্যদিতে গ্রামের মানুষেরা হচ্ছেন পথের ভিখারী। অনেক সময় এই জাতীয় ঘটনার শিকার হয়েও পুনরায় হামলা কিংবা ধর্ষণের ভয়ে ক্ষতিগ্রস্থরা প্রতিবাদ অথবা মামলা করেন না। বহু অপকর্মের মহানায়ক কামাল প্রশাসনের হাতে এখনো গ্রেপ্তার না হওয়ায় সুধীজনরাও বিস্মিত। স্থানীয় লোকজনের প্রশ্ন তাহলে কামালের খুঁটির জোর কোথায়? তাকে যারা আড়ালে ইন্ধন দিচ্ছেন তারা কি কোনোদিন আইনের আওতায় আসবেন না? গণমাধ্যমের মাধ্যমে মোহাম্মদ সেলিম শীর্ষ সন্ত্রাসী কামালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। সেলিম সাংবাদিকদের ক্ষোভ জানিয়ে বলেন, দলের ইমেজ ক্ষুন্ন করছেন কামাল। তাঁর থেকে বড় বড় সন্ত্রাসীরা যখন পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন; ক্রসফায়ারেও দেওয়া হচ্ছে তখন কামালকেও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। মানুষকে এলাকায় শান্তিতে বসবাস করার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকেই।