ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহ্যবাহী কাতলাগাড়ী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক। বুধবার বেলা ৯টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজি¯েট্রট মো: জিন্নাতুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পানি উন্নয়ন বোর্ডের এস নাইন কে খালের পাড়ে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রোকৌশলী মো: ফয়সাল আহমেদ জানান অবৈধ স্থাপনা সরানোর বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজি¯েট্রট মো: জিন্নাতুল ইসলাম জানান,পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করে সরকারের রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন, উচ্ছেদ অভিযান অব্যাহত রেখে এসকল সম্পত্তি দখলমুক্ত করা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, অবৈধ স্থাপনাকারীদের দুদফা সময় দিয়ে ব্যাপক মাইকিং করে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গত মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। ওই সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরানোর কারণে কাতলাগাড়ী এলাকার এস নাইন কে খালের দুই পাড়ে গড়ে উঠা প্রায় ২ শতাধিক কাঁচা পাকা দোকানপাট, হোটেল-রেঁস্তোরাসহ নানা স্থাপনা দুইটি বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। এ প্রসঙ্গে ভুক্তভোগি ইউছুফ আলী মাস্টার জানান তার নিজ রেকর্ডিয় সম্পত্তিতে গড়ে তোলা ভবন জোড় করে ভেঙ্গে ফেলা হয়েছে বার বার অনুরোধ করার পরও কতৃপক্ষ কর্ণপাত করেনি। অপর ভুক্তভোগি খালেক মোল্লা ও মোংলা জানান তারা ওয়াপদা কতৃপক্ষের নিকট থেকে লীজ নিয়ে তাদের এ স্থাপনা তৈরী করেছিলেন। লীজের কাগজ দেখানোর পরও কতৃপক্ষ বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দিল।এদিকে উচ্ছেদ অভিযানের সময় খালের পাশে গড়ে কাঠ চেড়াই করা সমিলের পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র নাথাকায় করাত কল মালিক ইনসান কবির কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৮হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১হাজার টাকা জরিমানা সহ ২ দিনের জেল দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজি¯েট্রট মো: জিন্নাতুল ইসলাম।