পাবনার চাটমোহরে আকস্মিকভাবে মৌমাছির কামড়ে থানার এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন পথচারী আহত হয়েছে। আহত সবাইকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মৌমাছির কামড়ের ভয়ে ঐ এলাকার মানুষ এদিক-সেদিক দৌঁড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে।
মৌমাছির কামড়ে আহতরা হলেন,চাটমোহর থানার পুলিশ সদস্য কায়েস খান,নতুন বাজার এলাকার আবদুস সালাম,বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের টিক্কা হোসেন,আজমত আলি,ছাইকোলা গ্রামের মজনু হোসেন ও আবদুল জলিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের পরে নতুনবাজার এলাকায় আকস্মিক একটি মৌমাছির ঝাক থেকে পথচারীদের কামড়ানো শুরু করে। এ সময় মৌমাছির কামড়ে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে মানুষ ছোটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কে মাটিতে শুয়ে পড়েন। এ সময় গুরুতর আহত ৬জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার বিষয়ে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান জানান,মৌমাছির কামড়ে আহত সবার অবস্থা এখন ভাল। সবাইকেই অনেকগুলো করে মৌমাছি কামড়ের দাগ দেখা যাচ্ছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।