রাজশাহীর মোহনপুরে ঋনের দায়ের এক ইউপি সদস্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার মোহনপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবদুর আজিজ (৫০) বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋনগ্রস্ত হয়ে পড়েন।
জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাজ উদ্দিন খাঁন জানান, ইউপি সদস্য আবদুর আজিজের সংসার ছিল অভাবি। দুই মেয়ে ও এক ছেলে লেখাপাড়ার খরচ এবং সংসার চলানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। ইউপি সদস্য’র পদ ছাড়া বাড়তি কোন আয় না থাকায় তিনি ঋনগ্রস্ত হয়ে পড়েন। নিহত ইউপি সদস্য আবদুর আজিজের ভাতিজা মহেদ আলী জানান, ফজরের নামাজ শেষে বাড়ির পাশে সিন্দুরীর গাছের ডালে গলায় দড়িয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৬ টার সময় হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে তাহাজুল ইসলাম ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রথমে নিহতর ভাতিজা মহেদ আলীকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য’র ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জনান, এলাকায় তথ্যানুসারে ধারণা করা হচ্ছে ঋনগ্রস্ত হওয়ার কারণেই ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।