গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনা ভাইরাসে আক্রান্ত। গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে আট জনকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এরআগে গতকাল আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে এখন পর্যন্ত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। প্রসঙ্গত, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই ইতালি ফেরত।