নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের নানান অনিয়ম ও দূর্নিতির অভিযোগে এমপির সংবাদ সম্মেলন। বুধবার উপজেলা মিলনায়তনে লিখিত বক্তব্যে এমপি মামুনুর রশিদ কিরণ বলেন ইউ,এন,ও বেগমগঞ্জ উপজেলায় ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুড লাক কোম্পানির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা মেশিন যার মূল্য (৭৫০০-৮০০০)অথচ তিনি প্রতিটি মেশিন বাবদ ১৭ হাজার ৫০০টাকা গ্রহণ করে বড় অংকের টাকা আৎসাত করেন। তিনি আরো বলেন,বাজার ইজারা থেকে ১৫% ও ইউনিয়ন পরিষদের ৫% ইউনিয়ন উন্নয়নের জন্য দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান তার কমিশন বাণিজ্য অতিষ্ঠ হয়ে লিখিত দিয়েছেন ব্যবস্হা নেওয়ার জন্য।তিনি বলেন গত মাসে তাকে স্ট্যন্ড রিলিজ করা হলেও তিনি বহাল তবিয়তে আছেন। তাই দূর্ণীতিবাজ ইউ এন ও কে অপসারণ জরুরি।