কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে বৈার হওয়ার সাথে সাথে সকল সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূর্ষ্পাজ্ঞ অর্পন ও সন্ধা ৭ায় বিভিন্ন প্রকার বাজি প্রদর্শন, দুপুর ২টায় সকল মসজিদ মন্দীরে প্রার্থনা ও হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক শিকদার কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান তাসলিমা খানম, বাধাল ইউপি চেয়ারম্যান মোঃ অহিদ নকীব, মঘিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউপি চেয়ারম্যান সেখ মকবুল হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।