যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচীর মধ্যদিয়ে দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির কক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিফ উল হাসান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ্উপজেলা ভাইস চেযারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ্ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, থানা কর্মকর্তা ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদেরসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কোরআন খতম শেষে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজাতের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। অপর দিকে দাকোপের আনন্দ নগর সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) গ্রাম সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে কেক টাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন, সাংকৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় গ্রাম সমিতির সভাপতি তুলশী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন এসডিএফের ক্লাষ্টার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সি এফ মোঃ মিঠু মিয়া, রাধা রাণী। উপস্থিত ছিলেন সমিতির সদস্য কোহিনুর বেগম, রীতা গোলদার, সুপর্ণা গোলদার, ছাকতানা বেগম, টুকটুকি রায়, প্রমিলা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি গান ও অঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।