টঙ্গীর গাজীপুরা বাশঁপট্টি এলাকায় মঙ্গলবার ভোরে ঢাকাগামী গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের নগদ অর্থ ও মালামাল লুটে নিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা বাসসহ চালক ও গাড়ির হেলপারকে আটক করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করেছে।
ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, গতকাল ভোর সাড়ে ৪ টায় গাজীপুরের শিববাড়ি মোড় ও চৌরাস্তা থেকে স্থানীয় ১০/১১জন ব্যবসায়ীকে নিয়ে গাজীপুর পরিবহনের বাস (নং ঢাকা মেট্রো বÑ১১-৮৪৯০) ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বাসটি ভোর ৫ টা ১০ মিনিটে গাজীপুরা বাসষ্ট্যান্ডে পৌছলে সেখান থেকে পুলিশ সোর্স পরিচয়ে হাসান ও রাসেল নামে দুই যুবক বাসে উঠে। পরে বাসটি গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছালে বাসের চালক রহস্যজনক কারণে বাসটি ঢাকা-
ময়মনসিংহ মহাসড়কের বামপাশে দাঁড় করায় এবং বাসের দরজা খোলে দেয়। এ সময় ওই এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ যুবক বাসে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। এ সময় যাত্রীদের সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দস্যুরা জয়দেবপুরের ফল ব্যবসায়ী সাঈদ আহমদের ১ লাখ ২৭ হাজার টাকা, মাছ ব্যবসায়ী নাজমুলের ৩৭ হাজার টাকা, চৌরাস্তার মাছ ব্যবসায়ী লিটনের ১ লাখ ১০ হাজার টাকাসহ অন্যান্য যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়। পরে বাসের যাত্রীরা বাসসহ চালক আঃ মান্নান, হেলপার ইমরান সরদার ও দুই সোর্সকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
এদিকে উপর্যুক্ত স্থানে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত একজন এসআই ও একজন এএসআইসহ কনষ্টেবলরা ডিউটিরত থাকেন। প্রতিদিনের ন্যায় গতকালও টঙ্গী পূর্ব থানার এস আই আল-আমিন ও এএসআই মিজানুর রহমান ডিউটিরত ছিলেন।
এব্যাপারে এসআই আল-আমিনের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও এএসআই মিজান মুঠোফোনে জানান, খবর পেয়ে আমরা গাজীপুরা বাসষ্ট্যান্ডে ছুটে যাই এবং তাদের ধরতে পারিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে বাস ও বাসের চালককে যাত্রীরা আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।