জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে প্রেস ক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭.৩৫টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি অর্পণ করা হয়। এরপর প্রেস ক্লাব কার্যালয়ে দিবসটির তাৎপর্য বিষয়ে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় উক্তানুষ্ঠানে ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, সদস্য মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী সিকদার, এস,এম, মিজানুর রহমান ও মোঃ আমলাক হোসেন প্রমূখ।