হালিশহরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুণর্বাসন সমবায় সমিতির উদ্যোগে ও হাজী আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত ওই সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ডক্টর দেলোয়ার হোসেন আনসারী। এরপর কেক কেটে জন্মশত বার্ষিকী পালন করা হয়।
এসময় সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অত্র সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূরুচ্ছাপা দুলাল, বীরমুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গাজী, লায়ন ফয়েজুল ইসলাম, বাহারে আলম, কাজী মিলন মিয়া, বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লাহ, আবুল কাশেম তালুকদার, ব্যাংকার আবুল কাশেম, মজিবুল মাওলা, বীরমুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, বীরমুক্তিযোদ্ধা মহিবুল মাওলা, বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা খালেদুল বেলাল, বীরমুক্তিযোদ্ধা শাহাজালাল, বীরমুক্তিযোদ্ধা একে এম আকরাম উদ্দিন ও কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।