মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালী জেলা শাখা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি মিজানুর রহমান বঙ্গ বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুলতানুর রহমান মান্নার সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সাধারন সম্পাদক ইউছুপ সুমন, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম, চারুকলা সম্পাদক আয়েশা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক রহিমা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিতালী ভুঁইয়া, অর্থ সম্পাদক জুয়েল, পাঠাগার সম্পাদক রেজাউল করিম সুজন, কর্মসংস্থান সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মাহবুব রহমান,মোতায়ের হোসেন মিয়া বাবুল সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।