হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাত ১২ টা ০১ মিনিটে স্মৃতিসৌধে মোমবাতী প্রজ¦লন করা হয়। এরপর সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া।
অপরদিকে দিবসটি পালনে কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে নানান কর্মসূচী পালন করা হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের বৃক্ষ রোপন, পরিচ্ছন্ন অভিযান শেষে মুজিব বষের কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা শামিমা শারমিনের পরিচালনায় এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক হাবিব ওসমান, আহসান কবির ও হাসপাতালের অন্নান্য ডাক্তার সহ অফিসিয়াল কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুরুপভাবে বঙ্গবন্ধু স¥ৃতি পাঠাগারের আয়োজনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুস্পমাল্য অর্পন ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মিরাজুল হক, সাধারন সম্পাদক আরিফ মোল্ল্যা, সিনিয়র সহ সভাপতি সুভাস দাস, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।