মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ বারবাজারে বঙ্গবন্ধু স্বৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত ফাইনাল খেলাতে সোনার বাংলা ক্রিকেট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের আয়োজনে খেলার শুরুতে টচে জয়ী সোনার বাংলা ক্রিকেট স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে লাল সবুজ ক্রিকেট স্পোর্টিং ক্লাব ১৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে। বিজয়ী সোনার বাংলা ক্রিকেট স্পোর্টিং ক্লাবের তুহিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান রঞ্জুর সভাপতিতে¦ পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ নেতা উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। অতিথিবৃন্দগন চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রপি ও প্রাইজ তুলে দেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বারবাজার ক্যাম্পের এ এস আই সাধন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য বৃন্দ, আওয়ামীলীগ নেতা সাহারুল ইসলাম, জোহর আলী, সুমনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সচ্ছোসবেকলীগ ও কৃষকলীগ,ছাত্রলীগ সহ অত্র সংগঠনরে নেতাকর্মীগন।
ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন,ইউসুফ হোসেন। শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় লাল সবুজ ক্রিকেট স্পোর্টিং ক্লাব ১৩ রানে পরাজিত করে সোনার বাংলা ক্রিকেট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা।